বিধি ভেঙে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের একাংশ এক বেসরকারি বিনোদন সংস্থার হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন পরিবেশপ্রেমীরা।
রবীন্দ্র সরোবরের সবুজ রক্ষার দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবেশ প্রযুক্তিবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ। জাতীয় লেক হিসেবে ঘোষিত এই সরোবরে বিধিভঙ্গের অভিযোগ তুলে স্থানীয় থানায় এফআইআর দায়ের করেছেন তিনি।
এফআইআর-এ তিনি অভিযোগ করেছেন, বড় বড় গাছ কেটে নেওয়ার পাশাপাশি বিকট শব্দের যন্ত্রের ব্যবহারের সরোবরের পাখি এবং অন্যান্য প্রাণীদের শান্তি বিঘ্নিত হচ্ছে। সেইসঙ্গে পরিবেশ ধ্বংসেরও অভিযোগ করেছেন তিনি। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন সৌমেন্দ্রমোহনবাবু।
আন্দোলনকারীদের অভিযোগ, এই সরোবরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) এখানকার ৫ বিঘা জমি মাত্র ৮,১১১ টাকা মাসিক ভাড়ায় এখানকার জমি কিছুদিন আগে তৈরি কলকাতা এন্টারটেইনমেন্ট কোম্পানি নামে একটি সংস্থার হাতে তুলে দিয়েছে, যা আইন-বিরুদ্ধ।।