ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছতে চান এমএসএমই ডেভেলপমেন্ট ফোরামের নতুন প্রেসিডেন্ট ড. মমতা বিনানি। এর জন্য প্রয়োজনে গ্রামে গ্রামে যেতে চান তিনি। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, শুধুমাত্র কাজ পাওয়া লক্ষ্য নয়, তাঁর লক্ষ্য হল, প্রতিটি মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা। এর জন্য উপযুক্ত প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।
মমতা বলেন, ৯০ শতাংশ কর্মসংস্থান করে থাকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। তাই এই শিল্পের দিকে নজর দেওয়া বিশেষ জরুরি। রাজ্যে এই শিল্পে বিপুল কাজের সুযোগ রয়েছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন মমতা বিনানি।
এ প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যের বিভিন্ন অংশে মহিলাদের তৈরি হাতের পুতুলের ব্যাপক চাহিদা রয়েছে বিদেশের বাজারে। অথচ উপযুক্ত বিপণনের অভাবে মার খাচ্ছেন পুতুল শিল্পীরা।
এমএসএমই ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান রজনীশ গোয়েঙ্কা বলেন, কৃষির মতো মতো ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশেষ ছাড় চালু করা হোক। সঠিক পথ এগোলে এই শিল্পই দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে পারে।