হোমকলকাতাকলকাতা প্রেস ক্লাবে নেতাজির পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা

কলকাতা প্রেস ক্লাবে নেতাজির পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা

কলকাতা প্রেস ক্লাবে নেতাজির পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মদিবসে কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গনে বসানো হল তাঁর পূর্ণাবয়ব মূর্তি। সোমবার এক অনুষ্ঠানে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস শূর, সম্পাদক কিংশুক প্রামাণিক সহ ক্লাবের সদস্য, সাংবাদিক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে এই মূর্তির প্রতিষ্ঠা করা হয়।

অনুষ্ঠানে দেশবরেণ্য এই সন্তানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস শূর বলেন, “দেশবাসী তথা বাংলার মানুষের কাছে আজকের দিনটি গর্বের। দেশের স্বাধীনতার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন তিনি। দেশপ্রেমিক প্রতিটি ভারতবাসীর কাছে নেতাজির জন্মদিন অঙ্গীকারের দিন।”

কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামানিক বলেন, “নেতাজি শুধু বাংলার গৌরব নন, তিনি দেশের শ্রেষ্ঠ বিপ্লবী। এরকম একজন মানুষের মূর্তি প্রতিষ্ঠা করতে পেরে আমরা গর্বিত।” নেতাজির অন্তর্ধান নিয়ে প্রকৃত তথ্যও প্রকাশ্যে আনার আবেদন জানান তিনি।

মূর্তিটি ক্লাবকে দান করেছেন অবনী মাজি। এর আগে স্বামী বিবেকানন্দের মূর্তিও তিনি ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছিলেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img