হোমবিনোদনজমজমাট গল্প, অ্যাকশন আর রহস্যে ভরা ছবি "রাজবাড়ির রহস্য"

জমজমাট গল্প, অ্যাকশন আর রহস্যে ভরা ছবি “রাজবাড়ির রহস্য”

জমজমাট গল্প, অ্যাকশন আর রহস্যে ভরা ছবি “রাজবাড়ির রহস্য”

খুব শিগগিরই আসছে রহস্য গল্প রাজবাড়ির রহস্য। গল্পের পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য ও চমক। ছবিতে কী থাকছে, তা বিস্তারিত খুলে না বললেও, জমজমাট রহস্যে ভরা ছবিটির গল্প দর্শকদের ভালো লাগবে, এমনটাই আশা পরিচালক শুভম ঘোষ ও সহ পরিচালক অঙ্কন অধিকারীর।

সম্প্রতি শুভম ঘোষ প্রোডাকশনস-এর পক্ষ থেকে নতুন এই ছবিটির টিজার প্রকাশ্যে আনা হয়েছে। ছবিতে জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের পাশাপাশি দেখা যাবে এক ঝাঁক নতুন মুখ। নতুনদের অভিনয়ও দর্শকদের মন কাড়বে বলে ধারণা পরিচালকের।

ছবির টিজার মুক্তির পরেই আগ্রহ বেড়েছে দর্শকদের। রহস্য-রোমাঞ্চ গল্পের প্রতি দর্শকদের বরাবরই বিশেষ আকর্ষণ থাকে। রাজবাড়িতে কী রহস্য লুকিয়ে রয়েছে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img