খুব শিগগিরই আসছে রহস্য গল্প রাজবাড়ির রহস্য। গল্পের পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য ও চমক। ছবিতে কী থাকছে, তা বিস্তারিত খুলে না বললেও, জমজমাট রহস্যে ভরা ছবিটির গল্প দর্শকদের ভালো লাগবে, এমনটাই আশা পরিচালক শুভম ঘোষ ও সহ পরিচালক অঙ্কন অধিকারীর।
সম্প্রতি শুভম ঘোষ প্রোডাকশনস-এর পক্ষ থেকে নতুন এই ছবিটির টিজার প্রকাশ্যে আনা হয়েছে। ছবিতে জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের পাশাপাশি দেখা যাবে এক ঝাঁক নতুন মুখ। নতুনদের অভিনয়ও দর্শকদের মন কাড়বে বলে ধারণা পরিচালকের।
ছবির টিজার মুক্তির পরেই আগ্রহ বেড়েছে দর্শকদের। রহস্য-রোমাঞ্চ গল্পের প্রতি দর্শকদের বরাবরই বিশেষ আকর্ষণ থাকে। রাজবাড়িতে কী রহস্য লুকিয়ে রয়েছে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন।