প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৮ জুলাই সকাল ১০-৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পোর্ট ব্লেয়ারে বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন সুসংহত টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন।
প্রায় ৭১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন সুসংহত টার্মিনাল ভবনটি এই কেন্দ্রশাসিত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে চাঙ্গা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ৪০,৮০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি নতুন এই টার্মিনালে বছরে ৫০ লক্ষ যাত্রীর যাতায়াতের ব্যবস্থা রয়েছে। পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে ৮০ কোটি টাকা ব্যয়ে দুটি বোয়িং-৭৬৭-৪০০ এবং দুটি এয়ারবাস-৩২১ রাখার অ্যাপ্রন তৈরি করা হয়েছে। এখন এই বিমান বন্দরে একসঙ্গে ১০ টি বিমান রাখা যাবে।
প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই টার্মিনাল ভবনটিকে শামুকের আকৃতি দেওয়া হয়েছে। টার্মিনালটিতে বেশ কিছু নতুন ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে তাপ-প্রতিরোধী ব্যবস্থা, দিনের বেলায় সর্বাধিক প্রাকৃতিক আলোর ব্যবস্থা, এলইডি আলো প্রভৃতি। বৃষ্টির জল ধরে রাখার জন্য একটি ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। রয়েছে ১০০ শতাংশ জল নিষ্কাশনের ব্যবস্থাও। এছাড়া, একটি ৫০০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়েছে।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রবেশপথ পোর্ট ব্লেয়ার পর্যটকদের কাছে একটি অতি প্রিয় জায়গা। নতুন টার্মিনাল ভবনের ফলে আকাশপথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং এই এলাকার পর্যটন শিল্পকে সমৃদ্ধ করবে। সেইসঙ্গে, তৈরি হবে কর্মসংস্থানের সুযোগও।