প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। মৃত্যু মিছিলের মধ্যেই মানুষের দুর্দশা চরমে উঠেছে। ইতিমধ্যে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন। দুর্গম এলাকার ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছেন Students Health হোমের সদস্যরা। জলপাইগুড়ি Students Health হোমের সম্পাদক সুমন সরকারের নেতৃত্বে চিড়া, গুড়, ছাতু, সাবান, গুঁড়ো দুধ, স্যানিটারি ন্যাপকিন ও ত্রিপল নিয়ে নাগরাকাটার ক্ষতিগ্রস্ত অঞ্চলে পৌঁছন সংগঠনের কর্মীরা।
জলপাইগুড়ি ও শিলিগুড়ি Students Health হোমের পক্ষ থেকে উত্তরবঙ্গে আটকে যাওয়া পর্যটকদের নিখরচায় থাকা ও খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এই ত্রাণকার্য আগামী কয়েক দিন চলবে। পাশাপাশি চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি চলছে অর্থ সংগ্রহের কাজও। হোম দরদী দীপন কৃষ্ণ মিত্র দান করেছেন ৫০ হাজার টাকা। ভেটেরিনারি চিকিৎসক ডাঃ বিষ্ণুপদ মাইতির সক্রিয় উদ্যোগে বহু চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী, শিক্ষক এবং অন্যান্য হোম দরদীদের কাছ থেকে সংগৃহীত হয়েছে তিন লক্ষাধিক টাকা।



