হোমPlot1আসছে PAN 2.0, থাকবে কিউআর কোড, সিদ্ধান্ত কেন্দ্রের

আসছে PAN 2.0, থাকবে কিউআর কোড, সিদ্ধান্ত কেন্দ্রের

আসছে PAN 2.0, থাকবে কিউআর কোড, সিদ্ধান্ত কেন্দ্রের

পুরনো প্যান কার্ড এবার বিদায়ের পথে। আসছে PAN 2.0। পুরনো প‍্যানকার্ডের সুরক্ষা বাড়াতেই  সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় তথ‍্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, নতুন এই প‍্যানকার্ডে থাকবে কিউআর কোড। আধুনিকীকরণের সব খরচ বহন করবে সরকারই। ইজ অফ ডুইং বিজনেস অর্থাৎ ব্যবসার সরলীকরণের জন‍্যই  এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

৩১ ডিসেম্বরের  মধ্যেই আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। তা না হলে প্যান বাতিল হয়ে যেতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্যান বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই সময়সীমার মধ্যে আধার ও প্যান লিঙ্ক না করালে, প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। সেক্ষেত্রে লেনদেনে সমস্যা হতে পারে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img