বাবার অসুখের জন্য আগেরবার ফিরে আসতে হয়েছিল। এবার নিজের জেদ ও সংকল্পকে সঙ্গী করে বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু (Mount Makalu) জয় করলেন চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক (Piyali Basak)। আজ, ১৭ মে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে মাউন্ট মাকালুর শৃঙ্গ স্পর্শ করেন এই বঙ্গতনয়া। এই নিয়ে ছ’টি আট হাজারি পর্বত শৃঙ্গ জয় করলেন পিয়ালি।
অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্যে ৯ মার্চ চন্দননগরের বাড়ি থেকে বেরিয়েছিলেন পিয়ালি। ১৭ এপ্রিল (সোমবার) সকালে গায়ে জ্বর নিয়েই পৃথিবীর দশম উচ্চতম (৮০৯১ মিটার) অন্নপূর্ণা পর্বত শৃঙ্গ জয় করেন তিনি।
২৪ এপ্রিল বাড়ি ফিরে এসে মে মাসের প্রথম সপ্তাহে মাকালুর বেস ক্যাম্পের উদ্দেশে রওনা দেন পিয়ালি। ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় করেন তিনি।
২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেছিলেন। তারপর ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয়। ২০২২ সালে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় ওঠেন পিয়ালি।