প্রবাদ প্রতীম সংগীত ব্যক্তিত্ব হেমন্ত মুখোপাধ্যায়ের ১০৩ তম জন্মদিন উপলক্ষে, “হেমন্ত মুখোপাধ্যায় স্মরণ কমিটি”র এবারের অনন্য প্রয়াস “কবিতায় হেমন্ত”। এই প্রথমবার হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে বিভিন্ন গুণীজনের লেখা কবিতা পাঠ একত্রে প্রকাশিত হবে, আগামী ১৬ জুন কমিটির ইউটিউব চ্যানেলে।
‘হেমন্ত মুখোপাধ্যায় স্মরণ কমিটি’ প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছর শিল্পীকে নিয়ে গবেষণামূলক এই ধরনের ব্যতিক্রমী অনেক কাজ ইতিমধ্যেই প্রকাশ করেছেন। এবারও তাই এই ব্যতিক্রমী প্রয়াস ‘কবিতায় হেমন্ত’। সুচিত্রা মিত্র, পঙ্কজ সাহা, অরুণ চক্রবর্তী, বরুণ বিশ্বাস, অরবিন্দ দাশগুপ্ত, অমিত চ্যাটার্জী, সুমিত নন্দী, বিধান চন্দ্র পাল ও শৈলেন্দ্র হালদারের লেখা এক গুচ্ছ কবিতা পাঠ করেছেন প্রখ্যাত বাচিক শিল্পী দেবাশিস বসু। পরিকল্পনা, বিন্যাস ও আবহ সংগীত শিল্পী সৌম্যেন অধিকারী। সবকটি কবিতাই হেমন্তকে ঘিরে।
‘হেমন্ত মুখোপাধ্যায় স্মরণ কমিটি’র সভাপতি তুষার তালুকদারের অনুপ্রেরণায় এই অনন্য প্রকাশ। ঋণস্বীকার: মিত্র ও ঘোষ পাবলিকেশন এবং সবাই মিলেমিশে। শব্দগ্রহন: রাজীব মুখার্জি (ফিল্ম সার্ভিস স্টুডিও), মিক্সিং: উজ্জ্বল মুখার্জি (স্টুডিও উমা)। সংস্থার সম্পাদক সংগীত শিল্পী সৌম্যেন অধিকারী জানালেন আরো অনেক কবিতা পাঠ এবং হেমন্ত মুখোপাধ্যায়ের লেখা সমস্ত গল্পের পাঠের রেকর্ডিং সম্প্রতি সমাপ্ত করেছি। শিগগিরই সেগুলো একসঙ্গে প্রকাশিত হবে। আগামী প্রজন্মের কাছে কেবলই গান নয়, মানুষ হেমন্তকে আরও নতুন করে জানানোর জন্য এই প্রয়াস।