হোমসাহিত্য-সংস্কৃতিকবি-প্রাবন্ধিক বিশ্বরূপ মুখোপাধ্যায়কে বিশেষ সম্মান

কবি-প্রাবন্ধিক বিশ্বরূপ মুখোপাধ্যায়কে বিশেষ সম্মান

কবি-প্রাবন্ধিক বিশ্বরূপ মুখোপাধ্যায়কে বিশেষ সম্মান

কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক বিশ্বরূপ মুখোপাধ্যায়কে বিশেষ সম্মান জানিয়ে পুরস্কৃত করল শঙ্খকমল পত্রিকা।
সম্প্রতি শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান কবি কমল দে শিকদার, সাহিত্যিক তাপস সাহা, পত্রিকার সম্পাদক মেঘছায়া সরকার, কবি তপতী চট্টোপাধ্যায়, অজয় বিশ্বাস, কবি পিনাকী বসু,রুপালী ঘোষ, শতাক্ষ্মী উর্মি সেন,শম্পা দাস সহ বিশিষ্ট গুণীজনেরা।

অনুষ্ঠানে বিশিষ্ট  কবিরা কবিতা পাঠ করেন, পরিবেশিত হয়ে গান। বিশ্বরূপ মুখোপাধ্যায়ের সাহিত্যকর্ম সম্পর্কে  কয়েকজন সাহিত্যিক ও গুণমুগ্ধ মানুষ তাঁদের মতামত তুলে ধরেন। 

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img