কবিতাই পারে মানুষে মানুষে বিভেদ মুছে দিয়ে মানুষকে এক করতে। এক সৎ উদ্যমী নারীর নাম সোমা মুখোপাধ্যায়, আপাদমস্তক একজন যথার্থ সাহিত্যপ্রেমী। সোমা নিজেও একজন কবি। নিপুণ হাতে সমস্ত দায়িত্ব সামলেও দীর্ঘদিন ধরে সম্পাদনা করেছেন বিসর্গ নামে চমৎকার এক কবিতা পত্রিকার।

৭ মার্চ রবিবার উত্তর চব্বিশ পরগনার অশোকনগর শহিদ সদন প্রেক্ষাগৃহে হয়ে গেলো এক হৃদয় ছোঁয়া কবিতা উৎসব। পরদিন ছিল আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে বিসর্গ পত্রিকার পক্ষ থেকে সম্মাননা জানানো হয় তিন নারীকে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌড় পত্রিকার সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস, কলকাতা শব্দহরিণ পত্রিকার সম্পাদক অধ্যাপক সত্যপ্রিয় মুখোপাধ্যায়, শব্দ শাব্দিক পত্রিকার সম্পাদক কবি নৃপেন চক্রবর্তী এবং ‘লাল পাহাড়ির দেশে যা’ এই গানের স্রষ্টা অউম পত্রিকার সম্পাদক বিশিষ্ট কবি অরুণ চক্রবর্তী। সুদূর বাঁকুড়া, নদিয়া জেলা থেকেও কবিতার টানে অশোকনগরে হাজির হয়েছিলেন অনেকেই।