হোমPlot1বাজারে আলুর জোগান পর্যাপ্ত, তবু দাম এত চড়া কেন?

বাজারে আলুর জোগান পর্যাপ্ত, তবু দাম এত চড়া কেন?

বাজারে আলুর জোগান পর্যাপ্ত, তবু দাম এত চড়া কেন?

সরকার যতই হুঁশিয়ারি দিক, বাজারে আলুর (Potato Price) দাম কোনও লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। অথচ বাজারে পর্যাপ্ত আলুর জোগান রয়েছে। বিভিন্ন হিমঘর থেকে বাজারে নিয়মিত আলু আসছে। কলকাতার একাধিক বাজারে এখনও ৩৫-৩৮ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। কোথাও কোথাও তা ৪০-৪৫ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। কবে আলুর দাম কমবে? এই প্রশ্ন তুলছেন ক্রেতারা।

এই পরিস্থিতির জন্য খুচরো ব্যবসায়ীদেরই দায়ী করছেন কেউ কেউ। তাঁরাই এই পরিস্থিতি তৈরি করেছেন বলে অভিযোগ।

এদিকে শুক্রবার একটি অনুষ্ঠানে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, হিমঘর মালিক, আলু ব্যবসায়ীদের সংগঠন, পরিবহণ মালিকদের সঙ্গে  আলোচনা হয়েছে। দ্রুত আলুর দাম কমবে বলে তাঁর আশা। 

বুধবার থেকেই হিমঘরের আলু পাইকারি বাজারে যেতে শুরু করেছে। বাজারে আলুর যোগান ক্রমশ বাড়ছে। তার জেরে আলুর দাম তো কমার কথা। কিন্তু আলুর দাম কমছে কোথায়?

সাধারণ ক্রেতাদের দাবি, টাস্ক ফোর্সের নজরদারি ছাড়া আলুর দাম কমার কোনও সম্ভাবনা নেই। কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগকে কাজে লাগিয়ে লাভ করতে চাইছেন। খুচরো ও পাইকারি বাজারে হানা না দিলে আলুর দাম কিছুতেই কমবে না। ইচ্ছাকৃতভাবে আলুর দাম বেশি নেওয়া হচ্ছে বলে দাবি সাধারণ ক্রেতাদের একাংশ।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img