হোমPlot1মা কালীর হাতে ছিন্ন মুণ্ড, গলায় মুণ্ডমালা কেন? জানেন কি?

মা কালীর হাতে ছিন্ন মুণ্ড, গলায় মুণ্ডমালা কেন? জানেন কি?

মা কালীর হাতে ছিন্ন মুণ্ড, গলায় মুণ্ডমালা কেন? জানেন কি?

ড.শুভদীপ বন্দ্যোপাধ্যায়
আলোর উৎসবে বাঙালির ঘরে ঘরে পূজিত হন দেবী কালী। দেবীর এই প্রতিমায় দেখা যায় মা কালীর গলায় শোভিত হচ্ছে মুণ্ডমালা। তাঁর হাতেও ধরা রয়েছে ছিন্ন মুণ্ড। কিন্তু প্রশ্ন ওঠে সত্যিই “ব্রহ্মাণ্ড ছিল না যখন”, তখন মুণ্ডমালা কোথা থেকে পেলেন দেবী? কী তাৎপর্য মায়ের হাতে ধরা মুণ্ড এবং এই মুণ্ডমালার?

দেবী প্রতিমার হাতে যে খড়্গ থাকে, তাতে রক্তের দাগ দেখা যায়। মায়ের গলায় থাকে মুণ্ডমালা। হাতে ধরা কাটা মুণ্ডের থেকে ঝরে পড়তে থাকে রক্ত। দেখা যায়, সেই রক্ত পান করছে এক শিয়াল। আর দেবীর পায়ের নিচে শায়িত রয়েছেন শিব।

প্রচলিত ধারণা অনুযায়ী, এই সবকটি মুণ্ড আসলে অসুরদের। দেবী তাঁদের বধ করে তা ধারণ করেছিলেন। কিন্তু বাস্তবে এর তাৎপর্য অন্য।

আসলে মুণ্ডগুলো বর্ণের প্রতীক। মা নিজে “পঞ্চাশৎ বর্ণময়ী”। অ থেকে সব স্বরবর্ণ এবং ক থেকে ম পর্যন্ত সব ব্যঞ্জনবর্ণ অক্ষররূপিণী কালী। মাতৃকাবর্ণই হলো মুণ্ড এবং মুণ্ডমালা। তাই তো সাধক প্রশ্ন তোলেন, “ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুণ্ডমালা কোথায় পেলি মা?”

মায়ের হাতে ধরা মুণ্ডটিও মাতৃকাবর্ণ। যদিও প্রচলিত ধারণা অনুযায়ী, এটি আসলে অসুরের মুণ্ড। দেবী খড়্গ দিয়ে তাঁর এই মুণ্ড ছিন্ন করেছিলেন। তাই খড়্গে থাকে রক্তের দাগ। কিন্তু এর অন্য আরও একটি তাৎপর্য পাওয়া যায়। দেবীর এই অস্ত্র এক হিসেবে শক্তির স্বরূপ।

শ্রীশ্রীচণ্ডীতেও তো প্রার্থনা করা হয়েছে – ‘খড়্গ আমাদের রক্ষা করুক।’ কিন্তু দেবীর হাতের এই খড়্গটি জ্ঞান খড়্গও। খড়্গের চোখ আসলে প্রজ্ঞা। এই খড়্গ দিয়ে মা কালী অহং ছিন্ন করেন। ছিন্ন করেন সব বন্ধন। এর ফলেই তো লাভ হয় চৈতন্য। মেলে মুক্তি।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img