আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা আবার কলকাতার তিন প্রধান ফুটবল দলকে এক সূত্রে বেঁধে দিল। যুবভারতীতে ডুরান্ড কাপের কলকাতা ডার্বি বাতিল হওয়ার পরে ধুন্ধুমার কাণ্ড দেখা গিয়েছিল স্টেডিয়াম চত্ত্বরে। সেদিন সুবিচারের দাবিতে যুবভারতী সংলগ্ন বাইপাস বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল। হাতে হাত মিলিয়ে একসঙ্গে পথে নেমেছিলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকরা, যা অতীতে কখনও দেখা যায়নি। এক বিরল ঐক্যের সাক্ষী হয়েছিলেন বাংলার মানুষ।
ডার্বি বাতিলের ১১ দিনের মাথায় আরজি করের কাণ্ডের প্রতিবাদে আবার মহানগরীর রাজপথে মিছিলে পা মেলালেন তিন প্রধানের সমর্থকরা। কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিলে শুধু শহর কলকাতার ফুটবলপ্রেমীরাই নন, বরং যোগ দিয়েছিলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা তিন প্রধানের সমর্থকরাও। মিছিলে কারও গায়ে ছিল মোহনবাগানের সবুজ-মেরুন জার্সি, কেউ পরেছিলেন ইস্টবেঙ্গলের লাল-হলুদ জার্সি। মহমেডান স্পোর্টিংয়ের সাদা-কালো জার্সিও নজর কেড়েছে। কলকাতার ঐতিহ্যবাহী তিন বড় ক্লাবের পতাকা ছাড়াও মিছিলে পা মেলানো ফুটবলপ্রেমীদের হাতে ছিল জাতীয় পতাকা। সবার মুখে ছিল একটাই স্লোগান, “উই ওয়ান্ট জাস্টিস।”