হোমPlot1"মেয়েরা, রাত দখল করো", স্বাধীনতা দিবসের মধ্যরাতে উত্তাল হবে বাংলা, কোথায় কোথায়...

“মেয়েরা, রাত দখল করো”, স্বাধীনতা দিবসের মধ্যরাতে উত্তাল হবে বাংলা, কোথায় কোথায় প্রতিবাদ?

“মেয়েরা, রাত দখল করো”, স্বাধীনতা দিবসের মধ্যরাতে উত্তাল হবে বাংলা, কোথায় কোথায় প্রতিবাদ?

আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ফুঁসছে গোটা রাজ্য। কলকাতা থেকে জেলা, বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল বাংলা। হাইকোর্টের নির্দেশ পেয়ে মঙ্গলবার থেকেই জোরকদমে তদন্তে নেমে পড়েছে সিবিআই।
এরই মধ্যে স্বাধীনতা দিবসের মধ্যরাতে পথে নামতে চলছেন মহিলারা। “মেয়েরা, রাত দখল করো”, এই স্লোগান তুলে নারীদের নিরাপত্তার দাবিতে রাস্তায় নামবেন তাঁরা।

রাজ্যের বিভিন্ন জায়গায় এই অরাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। বেশিরভাগ জায়গাতেই রাত ১০টার পর থেকে জমায়েতের ডাক দেওয়া হয়েছে।

কলকাতার যে সব জায়গায় মিছিল:
কলেজ স্ট্রিট, একাডেমি অফ ফাইন আর্টস, যাদবপুর এইট বি, সিঁথির মোড়, গড়িয়া মোড়, সল্টলেক ১৩ নম্বর ট্যাঙ্ক, বেহালা শখের বাজার, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, নাগেরবাজার বাসস্টপ, বাগুইআটি, নিউটাউন বিশ্ব বাংলা গেটের কাছে।

জেলায় যে সব জায়গায় মিছিল:  
মালদা ইংলিশ বাজার পোস্ট অফিস মোড়, শিলিগুড়ি দার্জিলিং মোড়, উত্তরপাড়া কলেজ মোড়, মধ্যমগ্রাম চৌমাথা মোড়, উত্তরপাড়া সখের বাজার, বনগাঁ নীলদর্পণ, রায়গঞ্জ ঘড়িমোড়, ব্যারাকপুর স্টেশন, দুর্গাপুর চতুরঙ্গ মাঠ, আরামবাগ শহর। হাওড়া পাওয়ার হাউস মোড়, জলপাইগুড়ি সদর হাদপাতাল, শান্তিপুর ডাকঘর, কোচবিহার দাস ব্রাদার্স মোড়, ইছাপুর-স্টোর বাজার, বর্ধমান কার্জন গেট চত্বর, সোদপুর বি. টি রোড মোড়, বালি খাল, শ্রীরামপুর পূর্ব, শ্রীরামপুর পশ্চিম, চৌতারা বহরমপুর, বারাসাত ডাকবাংলো মোড়, রতনপল্লী বোলপুর, ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটাল গেট। তালিকায় রয়েছে বাঘা যতীন পার্ক শিলিগুড়ি, কোর্ট মোড় শিলিগুড়ি, পঞ্চুর চক মেদিনীপুর, শিবপুর বি ই কলেজ ফার্স্ট গেট, দমদম চাতাল, ইচ্ছাপুর, নুঙ্গি মোড়, বাটার মোড় সহ আরও একাধিক জায়গায়। 

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img