হোমব্যবসাSamsung: একসঙ্গে ৫টি নতুন মডেলের ফোন বাজারে ছাড়ল স্যামসাং

Samsung: একসঙ্গে ৫টি নতুন মডেলের ফোন বাজারে ছাড়ল স্যামসাং

Samsung: একসঙ্গে ৫টি নতুন মডেলের ফোন বাজারে ছাড়ল স্যামসাং

একসঙ্গে পাঁচটি নতুন মডেলের মোবাইল ফোন বাজারে আনল স্যামসাং। এগুলি হল, Galaxy A13/ A23 / A33 5G / A73 5G. মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে গ্যালাক্সি সিরিজের এই মোবাইলগুলি বাজারে ছাড়ার কথা ঘোষণা করেন স্যামসাং ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মোবাইল বিজনেস) রাজপুল্লান। তিনি বলেন, “এই ফোনগুলিতে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে। যেমন,গ্যালাক্সি A73 5Gতে রয়েছে, 108 MP OIS ক্যামেরা, অবজেক্ট ইরেজার এবং AI ফটো রিমাস্টারের মতো ফ্ল্যাগশিপ এবং জল ও ধুলো প্রতিরোধের ব্যবস্থা।”

দুটি ভ্যারিয়েন্টে এটি পাওয়া যাবে। 8GB+128GB এবং 8GB+128GB. এই মোবাইলের RAMকে বাড়িয়ে 16GB পর্যন্ত করা যেতে পারে।

গ্যালাক্সি A53 5G-র দাম 6GB+128GB-র জন্য ৩৪,৪৯৯ টাকা এবং 8GB+128GB ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা।

গ্যালাক্সি A23-এর দাম 6GB+128GB-র জন্য ১৯,4৯৯ টাকা এবং 8GB+128GB ভ্যারিয়েন্টের ২০,৯৯৯টাকা।

গ্যালাক্সি A13-র দাম 4GB+64GB-র জন্য ১৪,৯৯৯ টাকা, 4GB+128GB-র জন্য ১৫,৯৯৯ টাকা এবং 6GB+64GB ভ্যারিয়েন্টের দাম ১৭,৪৯৯ টাকা।

spot_img
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img