হোমPlot1শিয়ালদহে ব্যতিক্রমী উদ্যোগ রেলের, যাত্রী পরিষেবার উন্নতির লক্ষ্যে বৈঠক

শিয়ালদহে ব্যতিক্রমী উদ্যোগ রেলের, যাত্রী পরিষেবার উন্নতির লক্ষ্যে বৈঠক

শিয়ালদহে ব্যতিক্রমী উদ্যোগ রেলের, যাত্রী পরিষেবার উন্নতির লক্ষ্যে বৈঠক

শিয়ালদহে যাত্রী পরিষেবার উন্নতির লক্ষ্যে বৃহস্পতিবার বিভিন্ন যাত্রী সমিতির সঙ্গে বৈঠক করল রেল কর্তৃপক্ষ। বৈঠকে যাত্রী পরিষেবার উন্নতি ও বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) রাজীব সাক্সেনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ১৫টি যাত্রী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যাত্রী পরিষেবার মানোন্নয়নে বৈঠকে বেশ কয়েকটি নতুন প্রস্তাব পেশ করেন যাত্রী সমিতির প্রতিনিধিরা। এর মধ্যে রয়েছে নতুন ট্রেন চালু করা এবং বিভিন্ন স্টেশনে অতিরিক্ত ট্রেন থামানোর দাবিও।  উল্লেখযোগ্য। এছাড়াও যাত্রী পরিষেবার ঘাটতি চিহ্নিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, বিভিন্ন প্রস্তাব খতিয়ে দেখা হবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ  নেওয়া হবে।তিনি আরও জানান, যাত্রী কল্যাণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।  যাত্রীস্বাচ্ছন্দ্য বাড়াতে গত অর্থবর্ষে (২০২৩-২৪) ৭৫.৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।  চলতি অর্থবর্ষে (২০২৫-২৬) এই খাতে আরও ৮২.১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img