ধীরে ধীরে তাপমাত্রার পারদ নামছে। শীতকালে ট্রেন চলাচলের ক্ষেত্রে ঘন কুয়াশা বড় সমস্যা হিসেবে দেখা দেয়। কুয়াশার মোকাবিলায় কী কী করণীয়, তা নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। এই বিষয়ে আলোচনার জন্য সম্প্রতি (৩ নভেম্বর) শিয়ালদহে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে পৌরোহিত্য করেন শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা। সিনিয়র সুপারভাইজার, ট্রাফিক ইন্সপেক্টর, ট্রেনচালক সহ ১৭০ জন রেলকর্মী এতে অংশ নেন।
ঘন কুয়াশার ক্ষেত্রে যাত্রী সুরক্ষায় সিগন্যালের দৃশ্যমানতার ওপর বিশেষ জোর দিচ্ছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি লেভেল ক্রসিংগুলিতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রেললাইনের রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত কর্মীদের প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত টহলদারি চালাতে বলা হয়েছে। জিপিএস ব্যবস্থার মাধ্যমে তাঁদের চলাচলের ওপর নজর রাখা হবে।
শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা বলেন, শীতকালে ঘন কুয়াশার কারণে যাত্রীদের সুরক্ষার বিষয়টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রেলের পরিচালনগত ব্যবস্থা পর্যালোচনার ক্ষেত্রে এই সেমিনার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করেছে মন্তব্য করেন তিনি।



