সম্প্রতি শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসের ২৫ বছর পূর্ণ হয়েছে। এবার পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের ক্যারেজ ও ওয়াগন বিভাগের এক অভিনব উদ্যোগ নিয়েছে। ওই বিভাগের প্রধান রোহিত রঞ্জন এবং শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনার মিলিত উদ্যোগে রাজধানীর ফার্স্ট এসি কোচকে ভ্রাম্যমান জাদুঘর হিসেবে সাজিয়ে তোলা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে “টেল অফ টু ক্যাপিটালস” (Tale of Two Capitals)।

এই “মিউজিয়াম অন হুইলস” যাত্রীদের জন্য কাছে এক অনন্য অভিজ্ঞতা নিয়ে এসেছে। এর মাধ্যমে কলকাতা ও দিল্লি – ভারতের দুটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক রাজধানীর মধ্যে বন্ধনের কাহিনী জানতে পারবেন তাঁরা। ফার্স্ট এসি কোচটির ভিতরের অংশ নানা ছবির মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে।
যাত্রীরা যখন ট্রেনে তাঁদের সফর শুরু করবেন, তখন তাঁরা এক বৌদ্ধিক ও চিত্রভিত্তিক যাত্রার সাক্ষী হবেন। ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রাচীন ঋষি-মুনিদের জ্ঞানচর্চা, কলকাতা ও দিল্লির গঠনের প্রেক্ষাপট, এবং সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের সংগ্রামী জীবনের গল্প। থাকছে স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীদের কথাও।
কীভাবে দুর্গাপুজো দুই শহরের প্রাণ হয়ে উঠেছে, কিংবা কীভাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল বা রাজভবনের মতো স্থাপনাগুলি ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়ে আছে, তা শিল্পকর্মের মধ্যে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই শিল্পসৃষ্টি শুধুমাত্র ইতিহাসকে তুলে ধরছে না, সেইসঙ্গে দুই শহরের অন্তর্নিহিত বন্ধনকে গল্পের সুরে গেঁথে দিচ্ছে।
শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, “এই ‘মিউজিয়াম অন হুইলস’ শুধুমাত্র চোখের আরাম নয়, এটি একটি চলমান ঐতিহ্যের দলিল, যা শিয়ালদহ রাজধানীর ২৫ বছরের অসামান্য যাত্রাকে শ্রদ্ধা জানায়।”