হোমখেলা৫২তেই হৃদরোগে আকস্মিক মৃত্যু ওয়ার্নের, শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া

৫২তেই হৃদরোগে আকস্মিক মৃত্যু ওয়ার্নের, শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া

৫২তেই হৃদরোগে আকস্মিক মৃত্যু ওয়ার্নের, শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া

মাত্র ৫২ বছর বয়সেই জীবনের ইনিংস শেষ হয়ে গেল শেন ওয়ার্নের (Shane Warne)। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটার তথা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা স্পিনারের।

ওয়ার্নের ম্যানেজমেন্ট শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তাইল্যান্ডে মৃত্যু হয়েছে এই কিংবদন্তি ক্রিকেটারের। বিবৃতিতে বলা হয়েছে, “নিজের বাংলোয় সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। চিকিৎসকদের সব রকম চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। ওর পরিবার এই সময়ে একা থাকতে চায় এবং যথা সময়ে সব তথ্য জানানো হবে।”

তাঁর বর্ণময় ক্রিকেট জীবনে ১৪৫টি টেস্টে ৭০৮ উইকেট নিয়েছেন ওয়ার্ন। লাল বলের ক্রিকেট ইতিহাসে তিনিই দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। সেরা শিকার এক ইনিংসে ৭১ রান দিয়ে ৮ উইকেট। ১৯৪টি ওয়ানে ডে-তে তাঁর সংগ্রহে রয়েছে ২৯৩টি উইকেট। শুধু বল নয়, ব্যাট হাতেও দক্ষতা দেখিয়েছেন তিনি। টেস্টে ৩১৫৪ এবং একদিনের ম্যাচে করেছেন ১০১৮ রান।

ক্রিকেট দুনিয়ায় বরাবরই এক বর্ণময়, বিতর্কিত চরিত্র হলেন ওয়ার্ন। জড়িয়েছেন একের পর এক যৌন কেলেঙ্কারিতেও। তাঁর আকস্মিক এই মৃত্যু গোটা ক্রিকেটবিশ্বকে শোকস্তব্ধ করে দিয়েছে।

বৃহস্পতিবার ৭৪ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন অস্ট্রেলিয়ার আর এক প্রাক্তন ক্রিকেটার রডনি মার্শের। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে মার্শের প্রয়াণে টুইট করেছিলেন ওয়ার্ন। ওই শোকবার্তায় ওয়ার্ন লিখেছিলেন, “মার্শের মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। উনি ক্রিকেটের কিংবদন্তি ছিলেন। বহু তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা ছিলেন।”

ওয়ার্নের টেস্টে অভিষেক হয়েছিল ১৯৯২ সালে, ভারতের বিরুদ্ধে। তারপর তাঁর লেগ স্পিনের জাদুতে মন্ত্রমুগ্ধ করেছেন ক্রিকেট বিশ্বকে‌ ২০০৫ সালে একদিনের ক্রিকেট এবং ২০০৭ সালে টেস্ট থেকে অবসর নেন ওয়ার্ন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img