হোমPlot1Kettlebell-এ পরপর ৬ বার সোনা বাংলার মেয়ে শিবাণীর

Kettlebell-এ পরপর ৬ বার সোনা বাংলার মেয়ে শিবাণীর

Kettlebell-এ পরপর ৬ বার সোনা বাংলার মেয়ে শিবাণীর

Kettlebell-এ আবারও বিশ্বসেরা কলকাতার মেয়ে শিবাণী আগরওয়াল। এ নিয়ে পরপর ৬ বার  বিশ্বসেরার মুকুট ছিনিয়ে আনলেন শিবাণী। আর কোনও ভারতীয় মহিলা অ্যাথলিটের এই নজির নেই। পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ৯ বছরের পুত্রের জননী, ৪১ বছরের শিবাণী প্রথম ভারতীয় নারী হিসেবে এই প্রতিযোগিতায় সোনা জিতলেন।

গত সপ্তাহে বেলজিয়ামে আন্তর্জাতিক কেটেলবেল স্পোর্টস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আসর। সেখানে অংশ নিয়েছিলেন ২৫টি দেশের ১৫০ জন প্রতিযোগী।

বুধবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে শিবাণী বলেন,  সবসময় পাশে থেকে তাঁকে উৎসাহ জুগিয়েছেন স্বামী মায়াঙ্ক আগরওয়াল এবং কোচ অরুণাভ সরকার। নিউ আলিপুরের বাসিন্দা শিবাণী জানান, কেটেলবেল সম্পর্কে ছেলেবেলা থেকে কোনও ধারণা ছিল না। ২০১৫তে যাত্রা শুরু করে গত বছরের মধ্যে ৬ বার সেরার শিরোপা পেয়েছেন।

তিনি বলেন, “ভারতে এই খেলার বিপুল সম্ভাবনা রয়েছে। এতে বয়সের কোনও বাধা নেই। কিন্তু এই খেলাকে এগিয়ে নিয়ে যেতে হলে, ফেডারেশন গড়ে তোলা প্রয়োজন।”

আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই অনন্যসাধারণ সাফল্যের জন্য শিবাণীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিবাণীর বাবা অনিল কুমার শাহের কাছে চিঠি লিখে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। ১৮ নভেম্বর ব্রাসেলসে ভারতীয় দূতাবাসে শিবাণীকে সংবর্ধনা জানান ভারতীয় রাষ্ট্রদূত সৌরভ কুমার। 

২০২৪-এ ম্যারাথন স্ন্যাচের জন্য মাস্টার অফ স্পোর্টস র‍্যাঙ্ক প্রার্থীর পদ অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা হয়েছেন তিনি। ম্যারাথন ফর্ম্যাটে ক্যান্ডিডেট অফ মাস্টার অফ স্পোর্টস (সিএমএস)- কৃতিত্ব অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা শিবানী।

IKMF ছাড়াও ২০১৮ সালে উজবেকিস্তান, ২০১৯ সালে অস্ট্রেলিয়ায় IGSF বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন শিবাণী। এছাড়াও IKMF কেটলবেল বিশ্ব চ্যাম্পিয়নশিপে (২০২১) জয়ী হন তিনি।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img