সীমা ঘোষ ভট্টাচার্য
ভয় এখন ছুটিতে আছে
ছুটি পেয়েছে অগাধ
স্কুলে, অফিসে, কারখানায়
একঘেয়েমি জীবনে
এ এক নতুন স্বাদ ।।
সে এখন প্রতিটি ভোরের
স্বপ্ন মন দিয়ে দ্যাখে —
রোদের কড়া চাউনিতে
চোখ মেলে বারান্দায়,
শহরের নিস্তব্ধ বাঁকে ।।
এই ভরসাহীন জীবনে
শ্রীহীন অলসতায়,
বদ্ধ দেওয়ালে পড়ে ছায়া
মস্তিষ্ক ঘুমিয়ে থাকে
অনন্ত বিলাসিতায় ।।
সময়ের প্রতিদিন চলে
ভয়ের কোলে রাত্রিবাস
অজানা সঙ্কেত পেরিয়ে
হাত বাড়ায় নবলোকে, আজ
যাপনে অখণ্ড অবকাশ ।।