সীমা ঘোষ ভট্টাচার্য্য
সিঁড়ি দিয়ে নিচে নেমে অন্ধকার
আরো নিচে নামতে থাকা জমাট
কালে কালে কাগজ ভর্তি ভাঁড়ার
একপাশে ছেঁড়া তোষকের খাট।
কখনো রাখা ছিল একসময়
ঝকঝকে কাগজের লেখালেখি
নতুন খাতার গন্ধ হয়েছে ক্ষয়
মলিন হাওয়া মৌনী হতে দেখি।
আলোর পিপাসা নিয়ে বহুযুগ
পার হয়ে গেছে আঁধারের বাস
এখনো রাত জেগে থাকে আদিম
আলোরই প্রতীক্ষায় অবকাশ।
Poem: অবকাশ
Poem: অবকাশ
