হোমPlot1বাংলায় এখনও পর্যন্ত কত লক্ষ ভোটারের নাম বাদ, তথ্য দিল নির্বাচন কমিশন

বাংলায় এখনও পর্যন্ত কত লক্ষ ভোটারের নাম বাদ, তথ্য দিল নির্বাচন কমিশন

বাংলায় এখনও পর্যন্ত কত লক্ষ ভোটারের নাম বাদ, তথ্য দিল নির্বাচন কমিশন

বিশেষ নিবিড় সংশোধনী (SIR) চালু হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে এ পর্যন্ত কত ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তার হিসেব দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ১৩ লক্ষ ৯২ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। সোমবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১০ লক্ষ। অর্থাৎ গত ২৪ ঘণ্টায়
আরও প্রায় চার লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে।

শেষ পর্যন্ত মোট কত ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে, তা সব এনুমারেশন ফর্ম জমা হওয়ার পরে জানা যাবে। কমিশন সূত্রে আরও খবর, রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ পড়ার সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ কলকাতায়। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা।

বুথে বুথে ফর্ম বিলির পর এখন বিএলও-রা পূরণ করা ফর্ম সংগ্রহ করছেন। সেই সুবাদে কাদের কাদের ফর্ম পূরণ না হয়েই ফেরত এল, তা তাঁরা জানতে পারছেন। সেই সব তথ্যের ভিত্তিতে নাম বাদ যাওয়ার প্রাথমিক সংখ্যা মিলছে। এর মধ্যে  মৃত ভোটার যেমন রয়েছেন, তেমনই রয়েছেন একাধিক জায়গায় নাম থাকা, অন্য জায়গায় চলে যাওয়া এবং নিরুদ্দেশ ভোটারও।

২০২৫ সালের ২৭ অক্টোবরের তালিকা থেকে মোট কত নাম বাদ পড়ল, তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পরে। আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img