দল-বর্ণ-ধর্ম-জাত-পথ-মত নির্বিশেষে ঘৃণা নয়, ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করার বার্তা দিয়ে কলকাতায় Students হেলথ হোমের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার (১৮ অক্টোবর) বোন ফোঁটার আয়োজন করা হয়।

Students হেলথ হোমের সম্পাদক ডাঃ পবিত্র গোস্বামী বলেন, হোমের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম বোন ফোঁটার আয়োজন করা হল। তিনি বলেন, “দেশ তথা রাজ্যে আজ নারীর সম্মান ভুলুণ্ঠিত। তাই মেয়েদের প্রাপ্য সম্মান ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই এই ফোঁটার আয়োজন।”
বোনেদের শুভ কামনায় ১৮ অক্টোবর আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরেরও। এই উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমের আজীবন সুহৃদ ও বর্ষীয়ান বাম নেতা বিমান বসু।



