স্বল্প সঞ্চয়ে আপাতত সুদের হার কমানো হচ্ছে না। আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে জানাল কেন্দ্র। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এক টুইট বার্তায় জানান, “ভুল করে আগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এখন তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
এর বুধবার সন্ধ্যায় জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ১ এপ্রিল থেকে সুদের হার কমানোর কথা জানিয়েছিল।
কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘিরে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষতঃ ৫ রাজ্যে ভোটের মধ্যে এই সিদ্ধান্ত ঘিরে অস্বস্তিতে পড়ে কেন্দ্র। তারপরই আজ সকালে সিদ্ধান্ত প্রত্যাহার করে কেন্দ্র। সীতারমন জানিয়েছেন, আগের ত্রৈমাসিকে সুদের যে হার ছিল, তা বহাল থাকছে।
গতকাল ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ৩ মাসে সুদের হার ধার্য করা হয়েছিল ৬.৪ শতাংশ। গত অর্থবর্ষের শেষ কোয়ার্টারে পিপিএফে সুদের হার ছিল ৭.১ শতাংশ। এই হার বহাল থাকছে।
পুরনো সুদের হার :
National Savings Certificate (NSC)-তে 6.8 শতাংশ।
Sukanya Samriddhi Yojana (SSY)-য় 7.6 শতাংশ।
সিনিয়র সিটিজেনদের ৫ বছরের আমানতে সুদের হার 7.4 শতাংশ।
এক বছরের সঞ্চয়ে সুদের হার 5.3 শতাংশ।