হোমPlot1৫ দিনে ১৮৫ জনের সফল  অস্ত্রোপচার, প্রশংসনীয় নজির এসএসকেএমের

৫ দিনে ১৮৫ জনের সফল  অস্ত্রোপচার, প্রশংসনীয় নজির এসএসকেএমের

৫ দিনে ১৮৫ জনের সফল  অস্ত্রোপচার, প্রশংসনীয় নজির এসএসকেএমের

প্রশংসনীয় নজির গড়লেন এসএসকেএম-এর চিকিৎসকরা। চলতি সপ্তাহে ৫ দিনে এখানে মোট ১৮৫ জন রোগীর বিভিন্ন ধরনের সফল অস্ত্রোপচার করলেন ১৫ জন চিকিৎসক। রাজ্যের ইতিহাসে অতীতে কখনও এই ধরনের নজির নেই বলে দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচারের জন্য অপেক্ষারত রোগীর সংখ্যা বেড়ে যাওয়াতেই চিকিৎসকরা এভাবে টানা অপারেশনের সিদ্ধান্ত নেন। যেহেতু একদিনে নির্দিষ্ট সংখ্যক রোগীর বেশি সংখ্যক রোগীর বেশি অস্ত্রোপচার সম্ভব নয়, তাই অস্থায়ীভাবে অতিরিক্ত অপারেশন থিয়েটারও তৈরি করা হয়েছিল।

৫ দিনে মোট ২০০ জন রোগীর অস্ত্রোপচারের লক্ষ্য স্থির করা হয়েছিল। সেখানে বিভিন্ন বয়সী ১৮৫ জনের অস্ত্রোপচার সম্ভব হয়েছে। সরকারি হাসপাতালের এমন উদ্যোগের প্রশংসা করেছেন রোগী এবং তাঁদের আত্মীয়-পরিজনেরা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img