হোমঅন্যান্যনকশী কাঁথার অনন্য শিল্পকর্ম রাষ্ট্রপতি পুরস্কার জয়ী মাফুজার

নকশী কাঁথার অনন্য শিল্পকর্ম রাষ্ট্রপতি পুরস্কার জয়ী মাফুজার

নকশী কাঁথার অনন্য শিল্পকর্ম রাষ্ট্রপতি পুরস্কার জয়ী মাফুজার

রিমা কয়াল: শীতের কলকাতায় নানা জায়গায় এখন হস্তশিল্প মেলা চলছে। নানারকম জিনিসের পাশাপাশি নকশী কাঁথা কেনার চল বেড়েছে। নকশী কাঁথা মূলত পশ্চিম বাংলা, ত্রিপুরা, আসাম ও বাংলাদেশে তৈরি হয়। দাম ২ থেকে ৪ হাজার টাকার মধ্যে।

তাঁর অনন্য শিল্পকর্মের জন্য রাষ্ট্রপতি পুরস্কার জিতেছেন শিল্পী মাফুজা বেগম।  তাঁর হাতে তৈরি নানা ধরনের কাজ অভিনব। নকশী কাঁথা থেকে খুঁজে পাওয়া যায় স্টিচ ও নকশা আঁকা এমব্রয়ডারির পুরোনো স্মৃতি। মুর্শিদাবাদ ও বীরভূম জেলার ঘরে ঘরে মেয়েরা এই সেলাইয়ের সঙ্গে যুক্ত। শিল্পী মাফুজা বেগম-এর  হাতে রয়েছে সবুজ সুতোয় পুরো গ্রাম-এর গল্প। মনে পড়ে যায় জসিমুদ্দিনের ‘নকশী কাঁথার মাঠ’-এর কথা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img