স্টুডেন্টস হেলথ হোমের প্রাক্তন সভাপতি, প্রখ্যাত রেডিওলজিস্ট ও চিকিৎসক শিক্ষক প্রয়াত অধ্যাপক ডাঃ রমেন কুন্ডুর ৯৩তম জন্মদিনে মঙ্গলবার (২৬.০৯.২৩) হোমের সনোলজি ইউনিটের উদ্বোধন হল। এজন্য কেনা মেশিনটিতে সমস্ত ধরনের USG, Echo ও Doppler করা যাবে। মেশিনটি স্থাপনের জন্য প্রয়োজনীয় ১৯ লক্ষ টাকাই উঠেছে স্টুডেন্টস হেলথ হোমের প্রাক্তন সাধারণ সম্পাদক ডাঃ কৌশিক রক্ষিতের প্রস্তাব মত ডাঃ কুন্ডুর আত্মীয়, ছাত্রছাত্রী, অনুরাগী এবং হোম দরদীদের কাছ থেকে সাহায্যের আবেদনের মাধ্যমে।
উদ্বোধন করেন ডাঃ বন্ধুর ঘনিষ্ঠ বন্ধু, বিশিষ্ট রেডিওলজিস্ট ও কলকাতার প্রাক্তন শেরিফ ডাঃ এস. কে. শর্মা। উপস্থিত ছিলেন স্টুডেন্টস হেলথ হোমের চিরকালীন সুহৃদ বিমান বসু, ডাঃ কুন্ডুর পুত্র বিশিষ্ট রেডিওলজিস্ট ডাঃ বিজন কুন্ডু, বিশিষ্ট রেডিওলজিস্ট ডাঃ শঙ্কর কবিরাজ, ডাঃ অনুপ সাধু সহ বহু বিশিষ্ট চিকিৎসক এবং হোম দরদী মানুষজন। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ডাফ স্কুলের ছাত্রীরা। স্বরচিত কবিতা পাঠ এবং হোমকে এক লক্ষ টাকা দান করেন কবি মৃণাল দত্ত।