কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি পালন করতে চলেছে Students Health Home। এর মধ্যে রয়েছে, রাজ্যজুড়ে ১০০ জন ছাত্রছাত্রীর বিনা খরচে অপারেশন, ১০০টি স্বাস্থ্য পরীক্ষা শিবির, পদযাত্রা, বক্ষরোগ ক্লিনিকের উদ্বোধন প্রভৃতি।
সোমবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে স্টুডেন্টস হেলথ হোমের সাধারণ সম্পাদক ডাঃ পবিত্র গোস্বামী জানান, ১৬ অগাস্ট থেকে মৌলালির কেন্দ্রীয় ভবনে বর্ষব্যাপী কর্মসূচির সূচনা হবে। উদ্বোধন করবেন বিশিষ্ট চিকিৎসক অপূর্ব মুখোপাধ্যায়। তিনি জানান, ১৭ জানুয়ারি কলেজ স্কোয়ার থেকে মৌলালির কেন্দ্রীয় ভবন পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন ছাত্রছাত্রী, চিকিৎসক, শিক্ষক সহ অন্যান্যরা।
১৩ মে কবির মৃত্যু দিনে হেলথ হোমের প্রধান কেন্দ্রে সুকান্ত স্মৃতি বক্ষরোগ ক্লিনিক চালু করা হবে। সাংবাদিক বৈঠকে ডাঃ শঙ্কর নাথ, ডাঃ অপূর্ব মুখোপাধ্যায়, ডাঃ গৌতম বন্দ্যোপাধ্যায় সহ বহু চিকিৎসক উপস্থিত ছিলেন।
স্টুডেন্টস হেলথ হোমের যাত্রা শুরু হয়েছিল ১৯৫২ সালে। গত ৭৩ বছর ধরে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই প্রতিষ্ঠান। কলকাতায় মৌলালিতে ৫০ শয্যার হাসপাতাল ছাড়াও রাজ্যে ৩৫টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে। ২০২২-এর এপ্রিল থেকে এখানকার পরিষেবা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখানে আইসিইউ, অস্ত্রোপচার সহ কম খরচে আধুনিক চিকিৎসার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।