হোমPlot1'The Kerala Story' মুখ্যমন্ত্রী অন্ততঃ একবার দেখুন, তারপর…, মমতার কাছে আর্জি পরিচালকের

‘The Kerala Story’ মুখ্যমন্ত্রী অন্ততঃ একবার দেখুন, তারপর…, মমতার কাছে আর্জি পরিচালকের

‘The Kerala Story’ মুখ্যমন্ত্রী অন্ততঃ একবার দেখুন, তারপর…, মমতার কাছে আর্জি পরিচালকের

‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি অন্ততঃ একবার দেখুন মুখ্যমন্ত্রী। তারপর ছবিটি নিয়ে প্রতিক্রিয়া জানান। বুধবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফের এই আর্জি জানিয়েছেন ছবিটির পরিচালক সুদীপ্ত সেন। সেইসঙ্গে সুপ্রিম কোর্টের ছাড়পত্রের পরও  রাজ্যের হলগুলিতে এখনও ছবিটির প্রদর্শন বন্ধ থাকায় তিনি হতাশা ব্যক্ত করেন।

সুদীপ্ত বলেন, সেন্সর বোর্ড ছবিটিকে ছাড়পত্র দিয়েছে। তাই এভাবে কোনও ছবিকে নিষিদ্ধ করা যায় না বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, “১২ হাজার স্ক্রিনে ছবিটি দেখানো হচ্ছে। কোথাও ঝামেলা হয়নি। যা়ঁরা দেখেননি, তাঁরাই ছবিটির বিরুদ্ধে কথা বলছেন।”

নিজের হতাশার কথা জানিয়ে সুদীপ্ত বলেন, “আমি বাংলার ছেলে। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ায় কলকাতায় এসে বিভিন্ন হল ঘুরে সেলিব্রিট করব ভেবেছিলাম। কিন্তু দেখলাম, কোথাও ছবিটি দেখানো হচ্ছে না। কেন হল, বুঝতে পারছি না। আমি অত্যন্ত হতাশ।”

দ্য কেরালা স্টোরির প্রযোজক বিপুল অম্রুতলাল শাহ বলেন, “আদালতের নির্দেশ সবার মানা উচিত। এখানে মানা হচ্ছে না। এটি অত্যন্ত গুরুতর ব্যাপার। প্রয়োজন হলে, আমরা আবার আদালতে যাব।”

সাংবাদিক বৈঠকে এই ছবির অভিনেত্রী অদা শর্মা (Adah Sharks) বলেন, “এই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। এই অভিজ্ঞতা আমার সারা জীবনের সঞ্চয়। যাঁরা আমাদের ছবি নিয়ে বিরোধিতা করছেন, তাঁদের অনুরোধ করব, দয়া করে ছবিটা দেখে কথা বলুন। না দেখে বিতর্কিত মন্তব্য করবেন না।”

spot_img
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img