বিতর্কের মধ্যেই বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করে চলেছে সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’। সর্বশেষ তথ্য বলছে, ছবিটির ব্যবসার পরিমাণ প্রায় ২০০ কোটিতে পৌঁছে গিয়েছে। ৫ মে ছবি মুক্তি পেয়েছিল। সেই হিসেবে গত ১৭ দিনে ‘দ্য কেরালা স্টোরি’র আয় দাঁড়িয়েছে ১৯৮.৯৭ কোটি টাকা।
বক্স অফিসে ছবিটির আয়ের যে তথ্য প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, শুক্রবার ৬.৬০ কোটি টাকা, শনিবার ৯.১৫ কোটি, রবিবার প্রায় ১১.৫০ কোটির ব্যবসা করেছে এই ছবিটি।
শীর্ষ আদালত ছাড়পত্র দিলেও, এখনও এই রাজ্যের হলগুলিতে চলছে না ‘দ্য কেরালা স্টোরি’ দেখানো হচ্ছে না। বিজেপি শাসিত হরিয়ানা, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে ছবিটিকে করমুক্ত করা হয়েছে।
হিন্দি বাণিজ্যিক ছবির মধ্যে এ বছর এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আয় করেছে ‘পাঠান’। দ্বিতীয় স্থানে ছিল সলমন খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। সেই ছবিকে হারিয়ে দ্বিতীয় স্থানটি দখল করে নিয়েছে অদা শর্মা অভিনীত ‘দ্য কেরালা স্টোরি’।