হোমরাজ্যশিয়ালদহে জোরদার টিকিট চেকিং অভিযান, রেলের বিপুল আয়

শিয়ালদহে জোরদার টিকিট চেকিং অভিযান, রেলের বিপুল আয়

শিয়ালদহে জোরদার টিকিট চেকিং অভিযান, রেলের বিপুল আয়

পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের বারাসাত-বনগাঁ এবং শিয়ালদহ-নৈহাটি শাখায় ব্যাপক টিকিট চেকিং অভিযান চালানো হল। এই অভিযানের নেতৃত্বে ছিলেন প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ড. উদয় শঙ্কর ঝা এবং শিয়ালদহ বিভাগের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শশী রঞ্জন ।

এই টিকিট চেকিং অভিযানে বারাসাত-বনগাঁ শাখায় ৬০৫টি এবং শিয়ালদহ-নৈহাটি শাখায় ৬৪৪টি কেস ধরা পড়েছে। এর মধ্যে বেশিরভাগই ছিলেন বিনা টিকিটের যাত্রী। এছাড়া রয়েছে বিনা বুকিংয়ে লাগেজ বহন এবং রেল চত্বরে থুতু ফেলার অভিযোগেও জরিমানা আদায় করা হয়েছে।  বারাসাত-বনগাঁ শাখায় মোট ১,৫৪,৭২০ টাকা এবং শিয়ালদহ-নৈহাটি শাখায় ১,৭৫,১৯৫ টাকা রাজস্ব আদায় হয়েছে।

শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, শুধুমাত্র অপরাধীদের শাস্তি দেওয়া নয়, এই অভিযানের লক্ষ্য হল, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img