ব্রিগেডের সভা থেকে লোকসভার প্রার্থী ঘোষণায় রীতিমতো চমক দিল তৃণমূল কংগ্রেস। ৪২ জনের মধ্যে বাদ গেলেন বেশ কয়েকজন পুরনো প্রার্থী। গতবারের হারা আসনগুলির প্রায় সবকটিতেই নতুন প্রার্থী দেওয়া হয়েছে।
এক নজরে দেখে নিন বাংলায় লোকসভার ৪২টি আসনে তৃণমূলের প্রার্থী তালিকা:
১. কোচবিহারে জগদীশ চন্দ্র বাসুনিয়া
২. আলিপুরদুয়ারে প্রকাশ চিক বরাইক
৩. জলপাইগুড়িতে নির্মলচন্দ্র রায়
৪. দার্জিলিংয়ে গোপাল লামা
৫. রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী
৬. বালুরঘাটে বিপ্লব মিত্র
৭. মালদহ উত্তরে প্রসূন বন্দ্যোপাধ্যায় (অবসরপ্রাপ্ত আইপিএস)
৮. মালদহ দক্ষিণে শাহনওয়াজ আলি রেহান
৯. জঙ্গিপুরে খলিলুর রহমান
১০. বহরমপুরে ইউসুফ পঠান
১১. মুর্শিদাবাদে আবু তাহের খান
১২. কৃষ্ণনগরে মহুয়া মৈত্র
১৩. দমদমে সৌগত রায়
১৪. বারাসতে কাকলি ঘোষদস্তিদার
১৫. বসিরহাটে হাজি নুরুল ইসলাম
১৬. জয়নগরে প্রতিমা মণ্ডল
১৭. মথুরাপুরে বাপি হালদার
১৮. ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়
১৯. যাদবপুরে সায়নী ঘোষ
২০. কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়
২১. কলকাতা দক্ষিণে মালা রায়
২২. হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়
২৩. উলুবেড়িয়ায় সাজদা আহমেদ
২৪. শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়
২৫. হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়
২৬. আরামবাগে মিতালি বাগ
২৭. তমলুকে দেবাংশু ভট্টাচার্য
২৮. কাঁথিতে উত্তম বারিক
২৯. ঘাটালে দেব (দীপক অধিকারী)
৩০. মেদিনীপুরে জুন মালিয়া
৩১. ঝাড়গ্রামে কালীপদ সরেন
৩২. বর্ধমান-দুর্গাপুরে কীর্তি আজ়াদ
৩৩. পুরুলিয়ায় শান্তিরাম মাহাত
৩৪. বাঁকুড়ায় অরূপ চক্রবর্তী
৩৫. বর্ধমান পূর্বে ড. শর্মিলা সরকার
৩৬. আসানসোলে শত্রুঘ্ন সিনহা
৩৭. বোলপুরে অসিত মাল
৩৮. বীরভূমে শতাব্দী রায়
৩৯. বনগাঁয় বিশ্বজিৎ দাস
৪০. ব্যারাকপুরে পার্থ ভৌমিক
৪১. রানাঘাটে মুকুটমণি অধিকারী
৪২. বিষ্ণুপুরে সুজাতা খাঁ