হোমPlot1নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি বারাসতের দুই নার্সের অবস্থা সঙ্কটজনক, সতর্ক...

নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি বারাসতের দুই নার্সের অবস্থা সঙ্কটজনক, সতর্ক থাকুন, বার্তা রাজ্যের

নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি বারাসতের দুই নার্সের অবস্থা সঙ্কটজনক, সতর্ক থাকুন, বার্তা রাজ্যের

নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে উত্তর ২৪ পরগনার বারাসতের দুই নার্সকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুরোপুরি নিশ্চিত হতে পুণেতে তাঁদের নমুনা পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, দু’জনের অবস্থা সঙ্কটজনক। ভেন্টিলেশনে রেখে তাঁদের চিকিৎসা চলছে। দুজনেই বারাসতের একটি বেসরকারি হাসপাতালের নার্স। ওই হাসপাতালেই তাঁরা চিকিৎসাধীন।

সোমবার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী দুই নার্সের নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়ে বলেন, গোটা বিষয়টির ওপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অযথা আতঙ্কিত না-হয়ে, সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছে রাজ্য সরকার। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। হেল্পলাইন নম্বরগুলি হল— (০৩৩) ২৩৩৩ ০১৮০, ৯৮৩৬০৪৬২১২ এবং ৯৮৭৪৭০৮৮৫৮।

নন্দিনী জানান, কী ভাবে ওই দুই নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হলেন, সে সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। শুধু তা-ই নয়, এই কয়েক দিনে তাঁরা কাদের সংস্পর্শে এসেছেন, সে ব্যাপারেও নিশ্চিত হওয়ার কাজ শুরু হয়েছে।

কিছু দিন আগে ওই দুই নার্স পূর্ব বর্ধমান গিয়েছিলেন। সেই সব জায়গাতেও খোঁজখবর চালানো হচ্ছে।

মুখ্যসচিব বলেন,  ওই দুই নার্সের সংস্পর্শে এসে অন্য কেউ যাতে আক্রান্ত না-হন, সে দিকে কড়া নজর রাখা হয়েছে।

উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ‘কন্ট্যাক্ট টেস্টিং’-এর কাজ চলছে। ওই দুই নার্স কাদের সংস্পর্শে এসেছিলেন, কোথায় কোথায় গিয়েছিলেন, খোঁজ নেওয়া হচ্ছে।

সোমবার নবান্নে নিপা ভাইরাস নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যসচিব। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। চিকিৎসক এবং বিশেষজ্ঞদের সঙ্গে স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা ইতিমধ্যেই বৈঠক করেছেন। মুখ্যসচিব জানান, আতঙ্কিত না-হয়ে পরিস্থিতির উপর নজর রাখতে হবে। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। কিছু খাওয়ার আগে হাত ধোয়া, ফল বা সব্জি জাতীয় কিছু খেলে তা ভাল করে ধুয়ে নেওয়া ইত্যাদি। সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

নিপা ভাইরাস ছড়ায় বাদুড় থেকে। সেই কারণে বাদুড় যা খায়, সেই সব জিনিস এড়িয়ে চলা ভাল বলেই মনে করেন মুখ্যসচিব।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img