চলতি বছরের মার্চে শেষ হওয়া ত্রৈমাসিকে ৩১২.১৮ কোটি টাকা মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত ইউকো ব্যাঙ্ক। গত বছর এই একই সময়ে এই লাভ ছিল ৮০.০২ কোটি টাকা। অর্থাৎ ২০২২-এর প্রথম ৩ মাসে এই ব্যাঙ্কের লাভের পরিমাণ বেড়েছে ২৯০.১১ শতাংশ।
২০২১-এর মার্চ থেকে এ বছরের মার্চ পর্যন্ত গত এক বছরে ইউকো ব্যাঙ্ক লাভ করেছে ৯২৯.৭৬ কোটি টাকা। পূর্ববর্তী বছরে এই লাভ ছিল ১৬৭.০৩ কোটি টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় লাভের হার বেড়েছে ৪৫৬.৬৩ শতাংশ।
ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১-এর মার্চে শেষ হওয়া বর্ষে সুদ বাবদ আয় হয়েছিল ৫৪৭৯.৭০ কোটি টাকা, যা এ বছরের মার্চে বেড়ে হয়েছে ৬৪৭২.৯৫ কোটি টাকা।
ব্যাঙ্কের মোট ব্যবসা গত এক বছরে ৩২৪৩২৪.২০ কোটি থেকে বেড়ে হয়েছে ৩৫৩৮৫০.২৪ কোটি টাকা। অর্থাৎ ব্যবসা বেড়েছে ৯.১০ শতাংশ।