হোমঅন্যান্যশিশুদিবসে উল্টাডাঙ্গা লাইব্রেরিতে "ভূতের আড্ডা"

শিশুদিবসে উল্টাডাঙ্গা লাইব্রেরিতে “ভূতের আড্ডা”

শিশুদিবসে উল্টাডাঙ্গা লাইব্রেরিতে “ভূতের আড্ডা”

১৪ নভেম্বর শিশু দিবস। পণ্ডিত জহরলাল নেহেরুর জন্মদিনে বিকেল ৫টায় বাঁশবাগান এলাকায় উল্টাডাঙ্গা লাইব্রেরিতে বসছে “ভূতের আড্ডা”। না, কোনও ভূত, প্রেত, অশরীরী আত্মার আড্ডা নয়, এটি একেবারে স্কুল পড়ুয়াদের অনুষ্ঠান।

ভূত বিষয়ে গল্প, কবিতা, ছোট নাটকের অনুষ্ঠান। প্রতিযোগিতায় অংশ নিতে পারবে ৭ থেকে ১৩ বছর বয়সী ছাত্রছাত্রীরা। উদ্যোক্তারা জানিয়েছেন, এককভাবে, কিংবা, ৩ জনের দল অংশ নিতে পারবে।

তবে প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য একটি শর্ত রাখা হয়েছে। তা হল, প্রতিযোগীদের সবাইকে অবশ্যই ভূতের পোশাকে হাজির হতে হবে। ১২ নভেম্বর রাত ৯টা পর্যন্ত প্রতিযোগিতায় নাম দেওয়া যাবে।

spot_img
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img