কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবারের বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের কথা ঘোষণা করেছেন। ২০২৫ সালের বাজেটে নতুন আয়কর কাঠামোয় (New Tax Regime) আয়কর ছাড়ের সীমা ৭ লাখ টাকা থেকে বাড়িয়ে ১২ লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ যাঁদের বার্ষিক আয় ১২ লাখ টাকার মধ্যে, তাঁদের কোনো আয়কর দিতে হবে না।
এবার বাজেটে যে নতুন কর কাঠামোর প্রস্তাব করা হয়েছে, তাতে, ৪ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর দিতে হবে না। ৪ লক্ষ টাকা থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কর দিতে হবে ৫ শতাংশ হারে। অর্থাৎ ২০ হাজার টাকা। তার পর ৮ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কর দিতে হবে ১০ শতাংশ হারে। অর্থাৎ ৪০ হাজার টাকা। সুতরাং ১২ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের আয়, নতুন কর কাঠামোয় তাঁদের করের বোঝা আগের তুলনায় সরাসরি ২০ হাজার টাকা কমে গেল। বাকি ৬০ হাজার টাকা সরকার কর ছাড় তথা রিবেট (Income Tax Rebate) দেবে (আয়কর ধারা ৮৭ এ অনুযায়ী)। অর্থাৎ ১২ লক্ষ টাকা পর্যন্ত কর দায় শূন্য। কিন্তু কারও করযোগ্য আয় যদি ১২.১ লাখ টাকা হয়, তাহলে তাঁর করদায় হবে ৬১,৫০০ টাকা। কারণ—
৪ লাখ থেকে ৮ লাখ টাকার অংশের ওপর ৫% কর অর্থাৎ ২০ হাজার টাকা।
৮ লাখ থেকে ১২ লাখ টাকার অংশের ওপর ১০% কর অর্থাৎ ৪০ হাজার টাকা।
১২ লাখ থেকে ১৬ লাখ টাকার অংশের ওপর ১৫% কর অর্থাৎ ৬০ হাজার টাকা।
এর ফলে, ১৫ লাখ টাকা আয়ের একজন ব্যক্তিকে ১,০৫,০০০ টাকা কর দিতে হবে।
১৫ লাখ টাকার বেশি আয়ের ব্যক্তিরা কী সুবিধা পাবেন?
যাঁদের আয় ১৫ লাখ টাকার বেশি, তাঁদের জন্যও বড় পরিবর্তন প্রস্তাব করা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রী ১৫ লাখ থেকে ২৪ লাখ টাকার আয়ের ক্ষেত্রে করের হার উল্লেখযোগ্যভাবে কমিয়েছেন। আগে ১৫ লাখ টাকার বেশি আয়ের ওপর সরাসরি ৩০% কর বসত। নতুন বাজেটে—
১২-১৬ লাখ টাকার আয়ের ওপর করের হার ১৫%
১৬-২০ লাখ টাকার ওপর ২০%
২০-২৪ লাখ টাকার ওপর ২৫%
২৪ লাখ টাকার বেশি আয়ের ওপর আগের মতোই ৩০% কর
এই পরিবর্তনের ফলে উচ্চ আয়ের ব্যক্তিরাও করের পরিমাণ কমানোর সুযোগ পাবেন। কারও আয় যদি ১২ লক্ষ টাকার সামান্য বেশি হয়, ধরা যাক ১২ লক্ষ ৫০ হাজার টাকা, তাঁর টেক হোম কম হবে, যাঁর ১২ লক্ষ টাকা আয় তাঁর তুলনায়। তার কারণ, যাঁর আয় ১২ লক্ষ ৫০ হাজার টাকা। তাঁর কর দায় হবে প্রথম ৪ লক্ষ টাকা পর্যন্ত শূন্য।
পরের ৪ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ হারে তথা ২০ হাজার টাকা কর দিতে হবে। তার পর ৮ থেকে ১২ লক্ষ টাকা বেতনের জন্য দিতে হবে ১০ শতাংশ হারে কর তথা ৪০ হাজার টাকা। আর তার পরের ৫০ হাজার টাকার উপর ১৫ হারে শতাংশ কর দিতে হবে। অর্থাৎ ৭৫০০ টাকা। মানে তাঁকে মোট ৬৭,৫০০ টাকা কর দিতে হবে। এবং তাঁর টেক হোম হবে ১১ লক্ষ ৩২ হাজার টাকা। সুতরাং যাঁর আয় ১২ লক্ষ টাকা তাঁর তুলনায় যাঁর আয় ১২ লক্ষ ৫০ হাজার টাকা তাঁর টেক হোম কম হবে।