হোমসাহিত্য-সংস্কৃতিআমেরিকায় শিল্পীদের অসম্মানের প্রতিবাদ, আগামী বছর কলকাতাতেই বিশ্ব বঙ্গ সম্মেলন

আমেরিকায় শিল্পীদের অসম্মানের প্রতিবাদ, আগামী বছর কলকাতাতেই বিশ্ব বঙ্গ সম্মেলন

আমেরিকায় শিল্পীদের অসম্মানের প্রতিবাদ, আগামী বছর কলকাতাতেই বিশ্ব বঙ্গ সম্মেলন

উত্তর আমেরিকার আটলান্টিক সিটিতে পশ্চিমবঙ্গের শিল্পীদের হেনস্থা ও অসম্মানের প্রতিবাদে এই বাংলাতেই পাল্টা বঙ্গ সম্মেলনের তোড়জোড়। আগামী বছর কলকাতায় বিশ্ব বঙ্গ সম্মেলনের আয়োজন করতে চলেছে বাংলা নাগরিক সমাজ। শনিবার (১৫ জুলাই) কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এই পাল্টা সম্মেলনের কথা ঘোষণা করা হয়।

বাংলা নাগরিক সমাজের আহ্বায়ক ও বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, “কলকাতায় আগামী বছরের ডিসেম্বর মাসে ৩ দিনের বিশ্ব বঙ্গ সম্মেলনের আয়োজন করা হবে। ইতিমধ্যে তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ঊষা উত্থুপ আমাদের সঙ্গে থাকবেন বলে কথা দিয়েছেন। এছাড়া দুবাই, সিঙ্গাপুর, লন্ডন-সহ বিভিন্ন দেশের বাঙালি সংগঠনের সঙ্গেও কথা হয়েছে।”

এই সম্মেলনে বাংলা তথা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বিশিষ্টজনেরা হাজির থাকবেন। নাচ, গান,  কবিতা থেকে শুরু করে সব ধরনের অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে। এছাড়াও থাকবেন বাঙালি শিল্পোদ্যোগীরি।

বাংলা নাগরিক সমাজের চেয়ারম্যান অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, “বঙ্গ সম্মেলনের নামে উত্তর আমেরিকায় অজয় চক্রবর্তীর মতো বর্ষীয়ান বাঙালি শিল্পীকে হেনস্থার শিকার হতে হয়েছে। আরও অনেক শিল্পীকে আমন্ত্রণ জানিয়ে অপমান করা হয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা কলকাতার বুকে বঙ্গ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি।  আতিথেয়তা, আপ্যায়ন আর আয়োজন কাকে বলে, তা আমরা দেখিয়ে দিতে চাই।”

spot_img
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img