আগামী বছরের মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। চলবে ২৪শে ফেব্রুয়ারি পর্যন্ত। আজ সাংবাদিকদের কাছে মাধ্যমিকের এই দিনক্ষণ ঘোষণা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
তিনি জানান, ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথম ভাষা, ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, ১৮ তারিখ ভূগোল, ১৯ তারিখ জীবন বিজ্ঞান, ২০ তারিখ পদার্থ বিজ্ঞান, ২২ তারিখ অঙ্ক এবং ২৪শে ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে।
সেইসঙ্গে শিক্ষা মন্ত্রী আরও জানান, এবার মাধ্যমিকের প্রশ্নপত্রের ছবি তুলে যারা সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল, তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। এ বছর মোট ৩৬ জনের পরীক্ষা বাতিল এবং মোট ৩৭টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন ব্রাত্য বসু।