স্কুলে আসার ক্ষেত্রে নতুন শিক্ষাবর্ষ থেকে শিক্ষকদের জন্য নতুন নির্দেশ জারি করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার প্রকাশ করে পর্ষদ জানিয়েছে, ১০টা ৪০ মিনিটের পর স্কুলে ঢুকলে লাল কালি পড়বে অর্থাৎ তা ‘লেট’ হিসেবে গণ্য করা হবে। আর সোয়া ১১টার পর স্কুলে ঢুকলে, সেই দিনটিকে ছুটির দিন হিসেবে ধরে গণ্য করা হবে। এখন শিক্ষকদের ১০টা ৫০ মিনিটের মধ্যে স্কুলে ঢুকতে হয়।
নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডারে আরও বলা হয়েছে, শিক্ষকরা কটি ক্লাস নিচ্ছেন, কতক্ষণ ক্লাস নিচ্ছেন, তা নিজেদেরই ডায়েরিতে লিখে রাখতে হবে। প্রধান শিক্ষকের নজরেও থাকবে বিষয়টি। প্রধান শিক্ষকের তৈরি করা রুটিনও এখন থেকে মধ্যশিক্ষা পর্ষদকে পাঠাতে হবে।