প্রতি বছরই লক্ষ লক্ষ টাকা খরচ করে ক্যালেন্ডারের বরাত দেয় রাজ্য বিদ্যুৎ দফতরের অন্যতম সংস্থা WBPDCL. এবারও তাঁর ব্যতিক্রম ঘটেনি। তবে চলতি বছরের ক্যালেন্ডারে জুলাই তারিখে প্রচুর থাকার কথা জানিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এক গ্রাহক। ওই গ্রাহক প্রশ্ন তুলেছেন, এই ক্যালেন্ডার তৈরির জন্য যে লাখ লাখ টাকা খরচ করা হয়েছে, তা WBPDCL-এর নয়। এই টাকা সাধারণ মানুষের। তাহলে দায়সারাভাবে ভুল-ভ্রান্তিতে ভরা এ ধরনের ক্যালেন্ডার তৈরি করা হল কেন?
WBPDCL-এর এই ক্যালেন্ডারে প্রতি মাসের জন্য আলাদা আলাদা পাতা রাখা হয়েছে। জুলাই মাসের যে পাতাটি আমাদের হাতে এসেছে, তাতে দেখা যাচ্ছে, ৬ তারিখ বুধবার। এরপর বৃহস্পতিবারের তারিখ হল ১৭। শুক্রবার ও শনিবারের তারিখ রয়েছে যথাক্রমে ১৮ ও ১৯।
কতটা দায়িত্বজ্ঞানহীন হলে, একটি মাসের তারিখে এতগুলি ভুল থাকতে পারে? সাধারণ মানুষের টাকায় তৈরি এই ক্যালেন্ডার শুধুমাত্র সরকারি দফতর নয়, পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায়।
এখানে উল্লেখ করা প্রয়োজন, WBPDCL-এর থেকে বিদ্যুৎ কেনে WBSEDCL. আর রাজ্যের ২ কোটি ১৭ লক্ষ গ্রাহকের থেকে বিল আদায় করে WBSEDCL. অর্থাৎ সরাসরি না হলেও, ঘুরপথে গ্রাহকের টাকাতেই এই ক্যালেন্ডার তৈরি করা হয়েছে।
এক সময় বিদ্যুৎ দফতরে এক শীর্ষ কর্তা ছিলেন, যাঁকে সবাই অত্যন্ত সমীহ করতেন। তিনি কর্মীদের প্রায়ই বলতেন, “আপনার আমার বেতনের টাকা, সংস্থা চালানোর খরচ খরচা মেটান গ্রাহকরাই। তাই টাকার অপচয় করবেন না।”
বিদ্যুৎ দফতরের এক কর্তা বললেন, “এখন অর্থের অপচয় নিয়ে কেউ মাথা ঘামান না। তাই সরকারি দফতরে টাকা অপচয় করে ভুল ক্যালেন্ডার ছাপিয়েও অনেকে পার পেয়ে যান।”