হোমঅন্যান্যমর্যাদাপূর্ণ চাণক্য পুরস্কার পেলেন WBSEDCL-এর আধিকারিক

মর্যাদাপূর্ণ চাণক্য পুরস্কার পেলেন WBSEDCL-এর আধিকারিক

মর্যাদাপূর্ণ চাণক্য পুরস্কার পেলেন WBSEDCL-এর আধিকারিক

রাজ্য বিদ্যুৎ দপ্তরের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ হল। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার ম্যানেজার (কর্পোরেট কমিউনিকেশন) আদিত্য গোল ১৮তম গ্লোবাল কমিউনিকেশন কনক্লেভে মর্যাদাপূর্ণ চাণক্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

৮ নভেম্বর ম্যাঙ্গালোরে পাবলিক রিলেশনস কাউন্সিল অফ ইন্ডিয়া আয়োজিত এই কনক্লেভে ১৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতা ও জনসংযোগের ক্ষেত্রে অনুকরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসারকে ‘কমিউনিকেটর-গভর্নমেন্ট সেক্টর’ পুরষ্কার দেওয়া হয়। পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী শ্রীপাদ নায়েক এবং মিস গ্লোবাল ইন্ডিয়া ২০২৪ সুইজাল মারিয়া ফুরটাডো।

রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী আদিত্য একজন বিশিষ্ট লেখক এবং নিয়মিতভাবে প্রথম সারির সংবাদপত্রে উত্তর সম্পাদকীয়তে লেখালেখি করে থাকেন।

তিনি বিদ্যুৎ বণ্টন সংস্থার ব্র্যান্ড ইক্যুইটিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।  একই সঙ্গে তিনি জনসংযোগ ও ব্র্যান্ডিং প্রোজেক্টে কাজ করেছেন, যা কর্পোরেট জগতে উচ্চ প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। এই স্বীকৃতি WBSEDCL-এর ব্র্যান্ডিং পরিসরে একটি সাফল্য, যা উন্নত গ্রাহক পরিষেবা প্রদানের সংকল্পকে আরও শক্তিশালী করবে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img