সাধারণত ২২ মে আন্দামান-নিকোবরে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে থাকে। আজ ১৬ মে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের বেশিরভাগ অংশে ঢুকে পড়েছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটেছে। অর্থাৎ নির্ধারিত সময়ের ৫ দিন আগেই বর্ষার ঢুকে পড়ল আন্দামানে।
আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বেশি বৃষ্টি হতে পারে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অথবা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনই জানাচ্ছে হাওয়া অফিস।
আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় মৌসুমী বায়ু পুরোপুরি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে বেশিরভাগ অংশ এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে প্রবেশ করবে। এর ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী ৫ দিন টানা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
দিল্লির মৌসম ভবন জানিয়েছে, নির্ধারিত সময়ের ৪ দিন আগে আগামী ২৭ মে মৌসুমী বায়ু কেরলে পৌঁছে যাবে। সাধারণত প্রতি বছর কেরলে ১ জুন মৌসুমী বায়ু পৌঁছে থাকে। তাই এবার দক্ষিণবঙ্গেও আগে বর্ষা ঢুকে যাবে বলে ধারণা আবহাওয়া বিশেষজ্ঞদের।