হোমPlot1ডিএলএড-এ ভর্তি থেকে মেধাতালিকা, সবই হবে অনলাইনে

ডিএলএড-এ ভর্তি থেকে মেধাতালিকা, সবই হবে অনলাইনে

ডিএলএড-এ ভর্তি থেকে মেধাতালিকা, সবই হবে অনলাইনে

রাজ্যের  ডিএল এড কলেজগুলিতে  এ বছর থেকে আর  অফলাইনে কোনও ভর্তি হবে না। পুরো প্রক্রিয়ায় হবে অনলাইনে। সেইসঙ্গে মেধাতালিকাও প্রকাশ করা হবে অনলাইনে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

ডিএলএড কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে মেধা তালিকা প্রকাশ করা হবে। কলেজগুলি শুধুমাত্র পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

প্রাথমিক শিক্ষকতা করার জন্য ডিএল প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গে এখন মোট ৬৫৬টি ডিএল এড কলেজ রয়েছে। এর মধ্যে ৪৪টি কলেজ সরকারি এবং বাকিগুলি বেসরকারি।

এদিকে, ডিএল এডে দ্বিতীয় দফার ভর্তি প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৪৫ হাজার শূন্য আসনের জন্য আবেদনপত্র জমা পড়েছে প্রায় ৫০ হাজার।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img