হোমPlot1বৃষ্টিতে মাটি হবে পুজোর আনন্দ? কী বার্তা দিল হাওয়া অফিস

বৃষ্টিতে মাটি হবে পুজোর আনন্দ? কী বার্তা দিল হাওয়া অফিস

বৃষ্টিতে মাটি হবে পুজোর আনন্দ? কী বার্তা দিল হাওয়া অফিস

বৃষ্টি কি এবারের পুজোর আনন্দ মাটি করবে? তবে আশার বাণী শুনিয়েছেন আবহাওয়াবিদরা। একাধিক বেসরকারি আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিতে পুজোর প্রস্তুতি ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পুজোর দিনগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, অক্টোবরের প্রথম দুই সপ্তাহ বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। এর ফলে প্রতিমা ও মণ্ডপ তৈরির কাজ ব্যাহত হতে পারে। এমনকী টানা বৃষ্টি পুজোর কেনাকাটার আনন্দ মাটি করে দিতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, ১৫ অক্টোবর অর্থাৎ মহালয়ার পরদিন থেকে ২০ অক্টোবর ষষ্ঠীর মধ্যে রাজ্য থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা। এই সময়ের মধ্যে পশ্চিমা শুষ্ক বাতাস ও সামুদ্রিক আর্দ্র বাতাসের সংঘর্ষে সৃষ্ট মেঘ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

তবে পুজোর সপ্তমী থেকে দশমী পর্যন্ত ঝড়বৃষ্টির তোমন কোনও পূর্বাভাস নেই। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের কারণে পশ্চিমী হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। পশ্চিমি শুষ্ক বাতাসের প্রভাব বাড়ায় কমবে রাতের তাপমাত্রা। তবে গোটা বিষয়টাই নির্ভর করছে মৌসুমী বায়ু প্রত্যাবর্তনের ওপর।

spot_img
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img