রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত মেনে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা ব্যবস্থা চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, আগামী বছর একাদশ শ্রেণিতে যাঁরা ভর্তি হবেন, তাঁদের এই সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে। পাঠ্যসূচি ভাগ করার ক্ষেত্রে জটিলতার কারণে চলতি শিক্ষাবর্ষ থেকে সেমেস্টার পদ্ধতি চালু করা গেল না বলে জানিয়েছেন তিনি।
সংসদ সূত্রে জানা গেছে, ২০২৬ সাল থেকে উচ্চ মাধ্যমিকের সেমেস্টার পরীক্ষায় এমসিকিউ-এর মাধ্যমে মূল্যায়ন পদ্ধতি চালু করার প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে দু’টি করে সেমেস্টার হবে। একাদশ শ্রেণির প্রথম সেমেস্টার আগামী বছরের নভেম্বরে এবং ২০২৫ সালের মার্চ মাসে দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা নেওয়া হবে।
২০২৫-এর নভেম্বরে দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টার এবং ২০২৬ সালের মার্চে দ্বাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা হবে। দ্বাদশ শ্রেণির দু’টো সেমেস্টারের নম্বর মূল্যায়ন করে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।
সংসদ সূত্রে খবর, দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের পরীক্ষা এমসিকিউয়ের মাধ্যমে নেওয়া হবে। এই পদ্ধতিতে ছাত্রছাত্রীদের ওএমআর শিটে উত্তর লিখতে হবে এবং দ্বিতীয় সেমেস্টার হবে নৈর্ব্যক্তিক অর্থাৎ সব ধরনের প্রশ্নের উত্তর লিখতে হবে। প্র্যাকটিকাল পরীক্ষা দিতে হবে একবারই।