বিদ্যুৎ উৎপাদনে দেশের মধ্যে সেরার শিরোপা পেল পশ্চিমবঙ্গ। দেশের সেরা প্রথম ৫টি বিদ্যুৎউৎপাদন কেন্দ্রের মধ্যে তিনটিই বাংলার। এই সাফল্যের জন্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ডব্লিউবিপিডিসিএল)-কে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতের ২০৫টি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে শীর্ষ স্থান পেয়েছে বক্রেশ্বর তাপ বিদ্যুৎকেন্দ্র। দুই নম্বরে রয়েছে সাঁওতালডিহি। পঞ্চম স্থানে রয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র।
তৃতীয় স্থানে এনটিপিসির ছত্তিশগড়ের কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং চতুর্থ স্থানে রয়েছে এনটিপিসির মধ্যপ্রদেশের বিন্ধ্যাচল তাপবিদ্যুৎ কেন্দ্র।
বিদ্যুৎ মন্ত্রকের অধীন কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ প্রতি বছর দেশের সেরা বিদ্যুৎ কেন্দ্রগুলির তালিকা প্রকাশ করে থাকে।
বিদ্যুৎ উৎপাদনে ডব্লুবিপিডিসিএলকে ভারতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে WBPDCL এক বিবৃতিতে বলেছে, “কেন্দ্রীয় বিদ্যুৎ সংস্থা এনটিপিসি, ডিভিসি প্রভৃতি এবং বেসরকারি কোম্পানি রিলায়েন্স পাওয়ার, আদানি পাওয়ার ও টাটা পাওয়ার-এর আমরা অনেক এগিয়ে। কর্মীদের নিরলস চেষ্টা এবং মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রীর আশীর্বাদের জন্যেই এটি সম্ভব হয়েছে।”
গত বছর বিদ্যুৎ উৎপাদনে সাফল্যের স্বীকৃতি হিসেবে আটটি খেতাব পেয়েছিল WBPDCL.