প্রধানমন্ত্রী ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইনিশিয়েটিভ (পিএম ওয়ানি) প্রকল্পের অধীনে দেশের জনবহুল এলাকাগুলিতে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবার সুবিধা মিলবে।
কীভাবে ওয়াই-ফাই সেন্টার এবং ডেটা সেন্টার চালু করে কর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভর হওয়া যায়, সে সম্পর্কে জানান পিএম ওয়ানি ওয়াইফাই অপারেটরের সহ-প্রতিষ্ঠাতা গৌরব সিং। তিনি জানান, এই প্রকল্পের অধীনে গোটা দেশে পাবলিক ডেটা সেন্টার খোলা হচ্ছে। কলকাতাতেও শুরু হচ্ছে এই পরিষেবা। এর মাধ্যমে উন্নত ইন্টারনেট সংযোগ প্রদানকারী ব্যক্তিদের বিনামূল্যে Wi-Fi সুবিধা দেওয়া হবে। এই স্কিমের মাধ্যমে, প্রতিটি নাগরিক ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারেন, যা তাঁদের অনেক সুবিধা প্রদান করবে। ছোট ব্যবসায়ী এবং দোকানদারদেরও এই প্রকল্পের মাধ্যমে ব্যবসা করা সহজ হবে।
গৌরব সিং জানান, পিএম ওয়ানি যোজনার অধীনে পাবলিক ডেটা সেন্টার খুলতে কোনও লাইসেন্সের প্রয়োজন হয় না। এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হল, ডিজিটাল ইন্ডিয়ার প্রচার করা। পিএম বাণীর অধীনে Wi-Fi সুবিধা বিনামূল্যে পাওয়া যাবে।
ফ্র্যাঞ্চাইজ বাটাও-এর প্রতিষ্ঠাতা আশিস আগরওয়াল বলেন, “এই প্রকল্পের মাধ্যমে ব্যবসার প্রচার করা হবে, যা আয় বৃদ্ধি করবে এবং জীবনযাত্রার মান উন্নত করবে। প্রধানমন্ত্রী বাণী যোজনার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য, সারা দেশে পাবলিক ডেটা সেন্টার খোলা হচ্ছে। এর সম্পূর্ণ তথ্য wifioperator.com এ পাওয়া যাবে।”