হোমPlot1৩৭ বছরেই থেমে গেল এক মানবদরদী চিকিৎসকের জীবন

৩৭ বছরেই থেমে গেল এক মানবদরদী চিকিৎসকের জীবন

৩৭ বছরেই থেমে গেল এক মানবদরদী চিকিৎসকের জীবন

“সাহস যদি থাকে নচিকেতা, একবার নেমে এসো পথে’  তুমি তো বুকে ছিলে আগুন তুমি তো পারো বদলাতে! ওহ ডাক্তার! আমি ডাক্তার…”, নচিকেতার ‘ও ডাক্তার..’-এর পাল্টা এই গান গেয়ে যিনি জনপ্রিয় হয়েছিলেন, সেই চিকিৎসক অনির্বাণ দত্ত নেই। হৃদরোগ মাত্র ৩৭ বছর বয়সেই কেড়ে নিল তরুণ এই চিকিৎসকের জীবন। ২০১৮ থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজিক্যাল বিভাগের চিকিৎসক ছিলেন তিনি।

হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনির্বাণ। মঙ্গলবার সেখানেই তাঁর মৃত্যু হয়। মিশুকে, সদা হাস্যময় অনির্বাণ রোগীদের মধ্যে অত্যন্ত প্রিয় ছিলেন। ৬ মাস আগে তিনি বিয়ে করেছিলেন। মানুষের সেবাই ছিল তাঁর একমাত্র নেশা। তাই তাঁর অকাল মৃত্যুতে চিকিৎসক, নার্স থেকে সাধারণ মানুষ, সব স্তরে নেমে এসেছে শোকের ছায়া।

মুর্শিদাবাদের সাগরদিঘির বাসিন্দা ছিলেন চিকিৎসক অনির্বাণ। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির থেকে পড়াশোনার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। এর পর রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতাল থেকে প্যাথলজিতে এমডি পিজিটি করেন।

কোভিড সময় গান বেঁধে আক্রান্তদের লড়াইয়ের মনোবল জুগিয়েছেন তিনি। সেই সময়ে চিকিৎসকেরা কোথাও আক্রান্ত হলে প্রতিবাদ করেছেন রাস্তায় নেমেও। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার বার্তা দিতেন গানে-গানে। কিন্তু, অকালেই থেমে গেল সেই প্রতিবাদী কন্ঠস্বর।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img